Notification texts go here Contact Us Buy Now!

MIGHTY THOR (04)



💥 MIGHTY THOR / SHE THOR💥


#mrcomicfreak


ORIGIN OF MIGHTY THOR 👇🏻


MIGHTY THOR এর অরিজিন জানতে হলে আপনাকে আগে THOR কিভাবে unworthy হয়েছে সেটা জানতে হবে। এটা আমি GORR এর অরিজিনে শেষের দিকে আলোচনা করেছিলাম, যারা পরেন নি তারা পরে আসুন নাইলে এটা বুঝবেন না।


JANE FOSTER জন্মগত ভাবে কোনো GOD ছিলোনা, তিনি একজন সাধারন মানুষ ছিলো। JANE FOSTER হঠাৎ অনেক অসুস্থ হয়ে পরে, তারপর চিকিৎসা করতে গেলে জানতে পারে সে ক্যান্সার এ আক্রান্ত। এটি THOR জেনে যায় এবং সে চলে আসে JANE কে এসগার্ডে নিয়ে যেতে, JANE যেতে না চাইলেও THOR তাকে জানায় এসগার্ডে ম্যাজিকের মাধ্যমে তার ক্যান্সার ভালো করতে পারবে, তাই JANE যেতে রাজি হয়। THOR JANE কে নিয়ে আসার পর আর ম্যাজিকের মাধ্যমে তার ট্রিটমেন্ট করায় না, সে JANE কে বলে "সে একজন মানুষ তাই তাকে সাধারণ সব মানুষের মতই ক্যান্সার এর যন্ত্রনা সহ্য করতে হবে" JANE বুঝতে পারে এরপর সেখাইনেই JANE এর ক্যান্সারের সাধারণ ট্রিটমেন্ট চালাতে থাকে। একদিন রাতে JANE এর কানে অদ্ভুত একটি আওয়াজ আসে, কে যেন তাকে ডাকছে, সেটা আসলে আর কিছুই না THOR এর হ্যামার Mjolnir ডাকছিলো। সেটা সে বুঝতে পারে এবং সাথে সাথেই সে কাউকে কিছু না বলে হিমড্যাল আর বাইফ্রস্ট এর মাধ্যমে সে মিউনিয়ারের কাছে চলে যায় এবং মিউনিয়ার হাতে তুলে নেয়, মিউনিয়ার হাতে তোলার সাথে সাথেই JANE THOR এ রুপান্তর হয়ে যায় মানে THOR এর মত পাওয়ার তখন সেও পেয়ে যায় আর JANE হয়ে যায় MIGHTY THOR-THE GODDESS OF THUNDER. Jane যখন THOR হয়ে যায় তখন ODIN এর খবর হয়ে যায় যে কেউ একজন মিউনিয়ার তুলতে সক্ষম হয়েছে, সে ভয় পেয়ে যায় যে কোন এভিল এটাকে নিয়ে নিয়েছে কিনা আর তাই ODIN DESTROYER কে সেখানে পাঠিয়ে দেয় মিউনিয়ার ছিনিয়ে আনার জন্য, এরপর MIGHTY THOR আর DESTROYER এর অনেক লড়াই হয় এক পর্যায়ে THOR সেখানে উপস্থিত হয় এবং সে নতুন THOR কে সাহায্য করে। তারপর THOR তার হ্যামার টা ফিরিয়ে দিতে বলে, এখানে বলে রাখা ভালো THOR তখনও জানতো না JANE ই নতুন THOR. তারপর MIGHTY THOR তাকে বলে " মিউনিয়ার আমাকে বাছাই করেছে তাই আমি এটা দিতে পারবো না" THOR মেনে নেয় যে মিউনিয়ার নতুন মালিক খুজে নিয়েছে তাই সে MIGHTY THOR কে আশির্বাদ করে আর MIGHTY THOR নামকরন করে সেখান থেকে চলে যায়। এরপর Jane বুঝতে পারে মিউনিয়ার তাকে বাছাই করেছে মানে এখন থেকে তাকেই THOR এর দায়িত্ব নিতে হবে।
এরপর MIGHTY THOR একজন গডের মতো অনেক এভিল এর সাথে লড়াই করেছে যেমন ফ্রসজায়ন্ট, ম্যালিকেট, ডার্কেলস এমনকি হাইড্রার ও বিরুদ্ধে লড়াই করে। কিন্তু এখানে একটি সমস্যা ছিলো JANE বুঝতে পারে সে যতবারই MIGHTY THOR এ রুপান্তর হয় ততবারই তার আসল শরীর মানে মানুষের সাধারণ রুপ দুর্বল হতে থাকে আর আস্তে আস্তে ক্যান্সার তাকে ঘায়েল করতে থাকে, কিন্তু তবুও সে থামে না সে মনে করে সে এখন THOR এর দায়িত্ব নিভাচ্ছে তাই সে MIGHTY THOR এ রুপান্তর হতেই থাকে এবং সবাইকে বিপদ থেকে রক্ষা করতে থাকে। MIGHTY THOR AVENGERS এর হয়েও লড়াই করতে থাকে, কিন্তু DOCTOR STRANGE JANE এর সাধারণ শরীর দুর্বলের বিষয় জানতো তাই সে আসল THOR কে সব জানিয়ে দেয় যে নতুন THOR আর কেউ না বরং JANE ই এবং সে আস্তে আস্তে মরার দিকে এগিয়ে যাচ্ছে, THOR এটা শুনে দ্রুত JANE এর কাছে চলে যায় এবং তাকে বলে মিউনিয়ার আর ব্যবহার না করতে সে তাকে হারাতে চায় না, কিন্তু JANE সে কথা মানে না, সে বলে এটা এখন আমার দায়িত্ব। এরপর অনেক শক্তিশালী একটা এভিল হামলা করে যার নাম ছিলো ম্যানগগ। ম্যানগগ কে সবাই মিলে চেষ্টা করেও হাড়ানো যাচ্ছিলো না, তাই JANE আসে লড়াই করতে তখন DR STRANGE বলে এবার যদি সে MIGHTY THOR হয় তাহলে সে আর বাচবে না, এটা শুনে THOR আর তাকে বারন করে, কিন্তু JANE তা শুনে না সে MIGHTY THOR এ রুপান্তর হয় এবং ম্যানগগের সাথে লড়াই করে একসময় সে ম্যানগগ কে মিউনিয়ারের সাথে বেধে দূরে ছুড়ে মারে এবং একটি star এ গিয়ে ম্যানগগ ধ্বংস হয়ে মারা যায় কিন্তু সাথে মিউনিয়ার ও DESTROY হয়ে যায়। সাথে সাথে SHE THOR তার সাধারণ রুপে ফিরে আসে এবং THOR এর বুকে মাথা রেখে মারা যায়। MIGHTY THOR মারা যাওয়ার পর THOR তাকে বাচানোর জন্য MOTHER STORMS কে নিজের মধ্যে absorb করে নেয় এবং jane কে সেই mother storms এর এনার্জি দিয়ে বাচানোর চেষ্টা করে। কিন্তু এতে কোনো লাব হচ্ছিলো না উলটো mother storms এর অতিরিক্ত এনার্জির জন্য thor এর একটি হাত রীতিমতো গলে পরে যায় মানে সে তার একটি হাত হারিয়ে ফেলে। এরপর MIGHTY THOR কি আসলেই মারা যায়? না, এরপর Odin সেখানে চলে আসে এবং এবার odin আর thor মিলে mother storms এর শক্তি একসাথে ভাগ করে আবার jane কে ঝটকা দিতে থাকে আর এইবার jane আবার জীবিত হয়ে উঠে। এরপর JANE তার সাধারণ রুপ নিয়ে বসবাস করতে থাকে কিন্ত এবার সে আর MIGHTY THOR থাকে না, ODIN তাকে VALKYRIE এর পাওয়ার দান করে। JANE তারপর VALKYRIE হয়েই সেখানে থাকতে শুরু করে।


এটাই ছিলো MIGHTY THOR এর কমিক অনুযায়ী তার অরিজিন। এবার দেখা যাক THOR- LOVE & THUNDER তাকে কিভাবে Introduce করায়।
পরের অরিজিন হচ্ছে আমার প্রিয় KNULL কে নিয়ে।

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.