আপনাদের মত আমরাও মুভি লাভার। যেদিন প্রথম বাংলা সাবটাইটেল সহ মুভি দেখেছিলাম, সেদিনের পর থেকে যেসব মুভির বাংলা সাবটাইটেল আছে সেগুলা বাংলা সাব ছাড়া দেখিনাই। আসতে আসতে বাংলা সাব এর প্রতি একটা ভালোবাসা শুরু হয়ে গেলো আর সেই ভালোবাসা থেকেই এই সাইট। ছড়িয়ে ছিটিয়ে বাংলা সাব করা মুভির সংখ্যা কিন্তু কম না, প্রায় তিন হাজারেরও বেশি মুভির বাংলা সাবটাইটেল রয়েছে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নাই, সত্যিই তিন হাজারেরও বেশি মুভির বাংলা সাব ইতোমধ্যে হয়েছে এবং তা বাড়তেই আছে। কিন্তু এই সাবটাইটেলগুলোকে এক জায়গায় খুজে পাওয়া যায় না। তাই আমরা কিছু সাব মেকারের সাথে কথা বলি যেনো তারা আমাদের সাইটে তাদের সাব রাখতে দেয়। তারা তাদের উত্তরে জানিয়ে দেন যে হ্যা রাখতে পারবেন তবে ডাউনলোড লিংক সাবসিনের হতে হবে। আমরা তাদের কথা মতো সাবসিনের ডাউনলোড লিংক সহ আমাদের সাইটের সাবটাইটেলগুলোকে একীভূত করতে থাকি। এখন পর্যন্ত আমরা প্রায় তিন হাজার মুভির বাংলা সাব সাইটে স্টোর করতে সক্ষম হয়েছি, এছাড়াও প্রায় একশত টির মত টিভি সিরিজ এর বাংলা সাবটাইটেল আমাদের সাইট এ রয়েছে।