Notification texts go here Contact Us Buy Now!

KRULL PART - 1 (05)





💥 KNULL - THE GOD OF SYMBIOT 💥




দেখুন GORR আর MIGHTY THOR এর অরিজিন নিয়ে আলোচনা করার পর KNULL এর এক ঝলক অংশ GORR এর অরিজিন এ বলেছিলাম, আপনারা তা দেখে অনেক কিউরিয়াস ছিলেন KNULL সম্পর্কে জানতে। আজ তাকে নিয়েই আলোচনা করবো৷ আরেকটা কথা আজ থেকে knull এর মাধ্যমেই আমি symbiote series শুরু করলাম মানে আস্তে আস্তে Knull, Carnage, Riot, Toxin, Venom ও অন্যান্য symbiote সম্পর্কে জানতে পারবেন।


ORIGIN OF KNULL 👇🏻


KNULL হচ্ছে SYMBIOT এর GOD। মানে আজ অব্দি যা SYMBIOT দেখেছেন যেমন VENOM, RIOT, CARNAGE এসবই মুলত KNULL এর অংশ মানে KNULL এর ছায়া থেকেই এদের উৎপত্তি।


যাই হোক KNULL এর কাহিনী শুরু হয় বিলিয়ন বিলিয়ন বছর আগে, এমন কি BIG BANG এর আগে মানে ইউনিভার্স তৈরির আগে থেকেও ওর অস্তিত্ব বিদ্যমান। তখন পুরো স্প্যাস ছিলো অন্ধকার আর অন্ধকার এবং পুরোপুরি খালি আর সেখানেই KNULL বসবাস করতো, মানে পুরো অন্ধকার রাজ্যের রাজা ছিলো এই KNULL. একদিন সে LIGHT OF CREATION এর আলো দেখে এবং আলোটা সরতেই সে কিছু GODS কে দেখতে পায়। যারা আর কেউ নয় বরং CELESTIALS ছিলো যাদের আপনারা ETERNAL মুভিতে দেখেছেন বা দেখবেন।


যাই হোক তারা এসেছিলো এই অন্ধকার এ জীনবেন শুরু করার জন্য মানে ইউনিভার্স এর সৃষ্টির জন্য। কিন্তু KNULL তাদের দেখে মনে করে তারা তার রাজত্ব দখল করতে এসেছে তাই সে তাদের বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। তখন CELESTIALS রা তাকে বলে "এটা স্প্যাস এবং এটা খালি পরে আছে তাই এটাকে ভরপুর করা জরুরী আর এটাই গডদের মানে আমাদের কাজ"। এটা শুনে KNULL বলে " আমার রাজত্ব খালি নয়, এখানে আমার সাথে আমার ছায়া রাও থাকে আর আমার ছায়া কোন বস্তু নয় তাদের ও জীবন আছে আর এখানের নিরবতাও নিশ্বাস নেয়" কিন্তু এতেও CELESTIALS রাজি হয় না, তাই KNULL রেগে যায় এবং তার ছায়াতে হাত দিয়ে একটি তলোয়ার বের করে এবং সেই তলোয়ার দিয়ে একটা CELESTIALS এর মাথা কেটে ফেলে, এটি দেখে বাকি CELESTIALS রা ভয়ে পালিয়ে যায়। তারপর KNULL সেই Celestial এর কাটা মাথাকে আগুনের কুন্ডিতে রুপান্তর করে এবং সেই আগুনে তার সেই তলোয়ার টা রেখে হাতুরি দিয়ে বারি দিয়ে দিয়ে আরো মজবুত বানিয়ে দেয় এবং এর নামকরন করা হয় NACROSWORD. কিন্তু আগুনের তাপ এবং হাতুরির বারি দেওয়ার আওয়াজ knull এর বানানো তলোয়ার ভয় পেতে থাকে এটাই আসল কারন SYMBIOT আগুন আর আওয়াজ কে ভয় পাবার, কারন এই তলোয়ারের থেকে বেরোনো কালো অংশই পরে SYMBIOT নামকরণ হয়।


এরপর সে প্রতিজ্ঞা করে এই SWORD দিয়ে সে সকল GOD এবং তাদের বানানো সব কিছুই ধ্বংস করে দিবে, যেই বলা সেই কাজ, সে সকল GOD দের মারা শুরু করে দেয়, NACROSWORD ARMOR হয়ে KNULL কে প্রকেক্ট করার কাজ ও করে, একবার KNULL এর সাথে অনেক পাওয়ারফুল একজন GOLDER ARMOR গডের লড়াই হয়। এবং তারা লড়াই করতে করতে একটা প্লানেটে গিয়ে পরে যে প্লানেটের অবস্থা অনেক খারাপ ছিলো, সেখানের সকল মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলো কিন্তু তবুও তারা গডের উপর ভরসা রাখছিলো কিন্তু তাদের মধ্যে একজন ছিলো যার গডের উপর থেকে ভরসা উঠে গিয়েছিলো আর তাই সে গোল্ডেন আর্মার গড কে মেরে ফেলে যাকে নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। যাই হোক KNULL এর যখন সেন্স ফিরে তখন সে অনেক আহত হয়ে গিয়েছিলো তাই সে একটা অচেনা প্লানেটে গিয়ে বছরের পর বছর নিজেকে হিল করে যাচ্ছিলো। তখন সে খেয়াল করে তার ছায়া অন্য জীবন্ত প্রানির সাথে বন্ড করতে পারছিলো। আর এই বন্ড করার জন্য KNULL সেসব প্রানিকে কন্ট্রোল করতে পারছিলো, তাদের পাওয়ার নিয়ে ফেলতে পারছিলো, তারা যা দেখছে তা দেখতে পারছিলো যা অনুভব করছে তাও অনুভব করতে পারছে। তাই সে তার সকল ছায়া কে বিভিন্ন প্রানির সাথে বন্ড করতে ছেড়ে দেয় এবং বন্ডের মাধ্যমে সে সকল লিভিং থিংস কে কন্ট্রোল করতে থাকে এবং তার সাথে সবাইকে জুরে নেয়। তারপর সে হয়ে উঠে THE GOD OF SYMBIOT-KNULL। এরপর KNULL কে আর নিজ থেকে কিছুই করতে হয় না, সে তার সকল SYMBIOT কে পুরো ইউনিভার্স এ ছড়িয়ে দেয়,। এই SYMBIOT গুলা প্রত্যেক প্লানেটে গিয়ে সবকিছু ধ্বংস করে দিচ্ছিলো। এদের মধ্যে একটা DRAGON SYMBIOT মানে GRANDEL আমাদের পৃথিবীতে চলে আসে আর সবকিছু ধ্বংস করতে শুরু করে, তখন সেখানে চলে আসে GOD OF THUNDER- THOR। সে অই SYMBIOT কে হারিয়ে দেয় এবং তার উপর অনেক পাওয়ারফুল একটা বিজলীর ঝাটকা ফেলে যা এতোটাই পাওয়ারফুল ছিলো যে যার এফেক্ট KNULL এর গায়েও লাগে। আর এই এফেক্ট এর জন্যই KNULL এর সাথে সকল SYMBIOT এর কানেকশন ছুটে যায়। যার ফলে সকল SYMBIOT আশে পাশে যাকে পায় তার সাথে বন্ড বানাতে শুরু করে, কিছু SYMBIOT মানুষের সাথে বন্ড বানায় তাই মানুষের মধ্যে থাকা ভালো গুনের জন্য তারাও ভালো হয়ে যায় আর ভালো হওয়ার পর তারা বুঝতে পারে তাদের গড KNULL একজন শয়তান। তাই সব SYMBIOT তার বিরুদ্ধে চলে যায় এবং তার সাথে যুদ্ধ শুরু করে তাকে আটকে ফেলার জন্য, পরে সকল SYMBIOT তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং একটি গোল বৃত্ত বানায় আর তার ভিতরেই KNULL কে আটকে ফেলে। আর এই বৃত্তের নাম দেওয়া হয় PLANET KLYNTER মানে এটাকে PLANET নাম দিলেও এটাতে মুলত লাখ লাখ SYMBIOT মিলে KNULL কে আটকে রেখেছে মানে একটি জেল খানার মতনই।


এটাই ছিলো KNULL এর কমিক অনুযায়ী অরিজিন।


চলুন এবার জানি KNULL এর পাওয়ার সম্পর্কে 👇🏻


KNULL এর আছে SUPERHUMAN STRENGTH, SUPERHUMAN DURABILITY, DARK ENERGY MANIPULATION, SHAPESHIFTING এবং REGENARATE HEALING FACTOR মানে KNULL এতোটা STRENGTH HOLD করে যে সে CELESTIALS GODS কে মারতে পারে, এক রকম পাওয়ারফুল ENERGY BHEEM তৈরি করতে পারে, তার যেমন ইচ্ছা তেমন সেইপ ধারন করতে পারে, যেকোন আঘাত কেই হিল করতে পারে। KNULL এর DRAGON এর মতো ২টা ডানা আছে যার সাহায্যে সে উড়তে পারে যেখানে ইচ্ছা যেতে পারে। না খেয়ে না শুয়ে সে স্প্যাসে থাকতে পারে এবং সবচেয়ে বড় পাওয়ার KNULL একদম NEAR IMMORTAL মানে সে বিলিয়ন বিলিয়ন বছর ধরে বেচে আছে এবং আরো বিলিয়ন বিলিয়ন বছর বাচতে পারবে।


কি ভাবছেন অনেক পাওয়ারফুল একজন ভিলেন তাই না!? মানে এতো পাওয়ারফুল ভিলেন কে কি তাহলে কেউ মারতে পারবে না? হ্যা ভাই এই KNULL ও মারা যায় কিন্তু আপনি শুনে অবাক হবেন এই KNULL কে AVENGERS এর পুরো টিম, FANTASTIC FOUR এর পুরো টিম, X-MEN এর পুরো টিম আর CELESTIALS রা মিলেও মারতে পারে না। KNULL এর মরন এমন একজনের হাতে হয় যার নাম শুনলে সবাই অবাক হবেন। যা নিয়ে আমি knull এর ২য় part এ আলোচনা করবো।


এবার আপনারাই বলুন কে এবং কিভাবে KNULL কে মেরেছে, AVENGERS, X-MEN, CELESTIALS দের KNULL কি অবস্থা করেছিলো তা নিয়ে বিস্তারিত আলোচনা শুনতে চান?

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.