💥 GORR - THE GOD BUTCHER 💥
#Mrcomicfreak
আমরা সবাই ইতি মধ্যেই জানি যে THOR-L&T এ মেইন ভিলেন হিসেবে দেখতে চলেছি GORR কে।
এই GORR character টা প্লে করছে CHRISTIAN BALE যাকে ছবিতে দেখতে পাচ্ছেন আর GORR এর লুক কেমন হবে তাও ছবিতে দেখিয়ে দিয়েছি।
এখন প্রশ্ন হচ্ছে কে এই GORR। কোথা থেকে এসেছে এবং THOR এর সাথেই বা কেন লড়াই করছে। আজ সেটাই জানিয়ে দিবো আপনাদের।
ORIGIN OF GORR 👇🏻
৩০০০ বছর আগে একটি নাম ছাড়া প্লানেট এর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিলো, ভুমিকম্প, দূর্ভিক্ষ, দাবানল আরো কতো কি হচ্ছি লো, আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিলো এই প্লানেট টি। এই প্লানেটে জীবন নামের একটি মানুষের দল, তাদের কাজই ছিলো প্রতিকুল অবস্থায় নিজেদের জীবন রক্ষা করা, এই দলেরই সদস্য ছিলো GORR৷ GORR তার মা-বাবাকে হারিয়ে ফেলেছিলো বন্য পশুদের হামলায়, তার স্ত্রী কে হারিয়ে ফেলেছিলো ভুমিকম্পে, আর তার একটি মাত্র সন্তান ছিলো সেটিও মারা গিয়েছিলো খাবারের অভাবে, GORR অনেক প্রার্থনা করেছিলো গডদের জন্য যেন তার খারাপ অবস্থা ভালো হয়ে যায়, একসময় পরিবারের সবাইকে হারিয়ে সে তার অই দলের সবাইকে বলে উঠে গডরা হচ্ছে সার্থপর তারা তাদের নিজেদের কথাই ভাবে আমাদের নিয়ে কোনো চিন্তা তাদের নেই, দলের সবাই ছিলো ধার্মিক তাই GORR এর এই কথা শুনে তারা GORR কে দল থেকে বের করে দেয়।
GORR অসহায় হয়ে একা একা এদিক ওদিক ঘুরতে থাকে একসময় হাল ছেড়ে দেয় এবং মরার অপেক্ষা করে আর তখনই আকাশের দিকে তাকাতে সে দেখে ২জন গডের মধ্যে লড়াই হচ্ছে, এই ২জনের মধ্যে একজন ছিলো কালো রঙের কাপড় পরিহিত আরেকজন ছিলো গোল্ডেন armor পরিহিত। আর এই কালো রঙের কাপড় পরিহিত গড টা আর কেউ না বরং KNULL ছিলো। KNULL হলো GOD OF SYMBIOT. মানে আমাদের সবার পরিচিত VENOM যে নিজেও একটা Symbiot ওর জন্ম এই KNULL থেকেই হয়েছে। যাই হোক KNULL নিয়ে আরেকদিন আলোচনা করবো, এই দুই GOD লড়াই করতে করতে GORR এর পায়ের সামনেই পরে আর পরার সাথে সাথে একটা শক ওয়েব হয় যার এফেক্ট GORR এর উপর পরে, KNULL ব্যাহুস হয়ে গেলেও গোল্ডেন আর্মার গড GORR এর কাছে সাহায্য চায়, কিন্তু GORR বলে আমি যখন তোমাকে ডেকেছিলাম তুমি সাহায্য করেছিলে!? করো নি তাই আজ আমিও করবো না আর এটা বলতে না বলতেই GORR পাশে পরে থাকা NACROSWORD নামের একটি weapon হাতে তুলে নিয়ে সেই গোল্ডেন আর্মার God কে মেরে ফেলে। এই weapon টা ছিলো KNULL এর যেটি অনেক পাওয়ারফুল একটা Weapon যা দিয়ে KNULL অনেক GOD কে মেরে ফেলেছিলো। যাই হোক GORR যখন এই weapon টা নিয়ে ফেলেছিলো তখন তার শরীরেও একটা GOD এর মতো পাওয়ার চলে আসে, আর তাই সে প্রতিজ্ঞা করে সে সব GOD কে মেরে ফেলবে এবং সে সেখান থেকে বেরিয়ে পরে GOD দের মারতে।
আস্তে আস্তে সে GOD OF CHAOS, GOD OF EARTHQUAKE, GOD OF WATER ছাড়াও অনেক অনেক GOD কে মেরে ফেলে তারপর সে মুখোমুখি হয় GOD OF THUNDER এর মানে আমাদের THOR এর। অনেক ক্ষন লড়াইয়ের পর THOR তাকে পরাজিত করে দেয় এবং মেরে ফেলে। বলে রাখা ভালো যে Thor এর gorr কে মারার জন্য তার নিজের ৩টা ফর্ম একসাথে আসতে হয়েছিলো যারা হলো অতিতের thor, বর্তমানের thor আর ভবিষ্যতের thor। এবার বুঝতেই পারছেন gorr কতটা পাওয়ারফুল। যদিও লড়াইয়ের অনেক ডিটেইলস ছিলো যা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই কম করে বলে দিলাম, GORR এই THOR এর হাতেই মারা যায় শেষ অব্দি। GORR মারা যাওয়ার পর THOR বুঝতে পারে ভুলটা আসলেই GOD দের ছিলো GORR এর না কিন্তু সে সিউর ছিলোনা, আর তখন NICK FURY যার কাছে তখন EYE OF WATCHER এর পাওয়ার ছিলো মানে পুরো ইউনিভার্স এর কোথায় কি হচ্ছে তা জানে, সে এসে THOR এর কানে কানে বলে দেয় GORR সঠিক ছিলো এটা শুনার সাথে সাথেই THOR এর হাত থেকে তার হ্যামার mjolnir পরে যায় আর এই পরে যাওয়া মানে THOR আর WORTHY থাকে না,কারন এতে সে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিলো। এর পরেই Mighty Thor এর উৎপত্তি।
যদি Mighty Thor এর অরিজিন জানতে চান তাহলে জানাইয়েন। পরের পোস্টে তা নিয়েই আলোচনা করবো।
এটাই ছিলো কমিক অনুযায়ী GORR এর অরিজিন।