💥 ETERNALS 💥
#mrcomicfreak
Celestials এর পরে আজ চলে আসলাম Eternals নিয়েই আলোচনা করতে। আগে Celestial কে নিয়ে আলোচনা করার কারন ছিলো, Celestials সম্পর্কে না জানলে Eternals বুঝতে অসুবিধা হতে পারে, তাই যারা Celestials পরেন নি আগে সেটি পরে আসেন।
origin of ETERNALS 👇🏻
Eternals এর প্রথম এ্যাপেয়ারেন্স হয়েছিলো ১৯৭৬ সালে আসা THE ETERNAL কমিকের ইস্যু নাম্বার ১ এ।
Celestials রা যখন জীবনের শুরু করছিলো তখন তারা তাদের বানানো বিভিন্ন প্লানেটে থাকা জীবনের উপর এক্সপেরিমেন্ট করতে শুরু করেছিলো। আর এভাবেই তারা প্রথমে একটি প্লানেটের মধ্যে থাকা Apes এর উপর এক্সপেরিমেন্ট করেছিলো, যে প্লানেট টি পরে Earth হিসেবে পরিচিতি লাব করে এখানে বলে রাখা ভালো, Celestials story plot এ দেখানো হয়েছিলো একটি apes এর প্লানেটে গিয়ে তারা apes এর উপর এক্সপেরিমেন্ট করেছিলো, এই apes বলতে মানুষের আদিপুরুষ কে বুঝানো হয়েছে। এবার আশা করি ক্লিয়ার হয়েছেন। যাই হোক, celestials রা যখন এই প্লানেটের apes এর উপর এক্সপেরিমেন্ট করেছিলো তখন তারা Apes গুলোকে ২টা প্রজাতিতে ভাগ করে দিয়েছিলো। একটি হচ্ছে Deviants যা celestials এর failure experiment বলা হয়েছে, আর এই কারনেই তারা দেখতে জানোয়ারের মতো হয় আর অধিক শক্তির অধিকারী হয় এবং এদের শরীরের গঠন এক একজনের এক একরকম হয়। এরপর আরেকটি হচ্ছে Eternals প্রজাতি যা celestials দের successful experiment হিসেবে ধরা হয়েছে। আর এই eternals দের আয়ুষ্কাল হাজার হাজার বছরের করে দেওয়া হয়, মানে তারা এতো বছর বেচে থাকতে পারে যে তাদের এক প্রকার অমর ও বলা যায় তবে পুরোপুরি অমর নয়। eternals দের বয়সের সাথে সাথে তাদের শরীর দুর্বল হয় না। তাই এক প্রকার বলাই যায় যে তাদের বয়স বারার সাথে তাদের শরীরের কোন এ্যাফেক্ট পরেনা। Eternals দের শরীরে Celestials এর dna implant করা হয়েছিলো বলে এদের শরীরেও cosmic energy বিদ্যমান আর তাই এদেরও এক প্রকার cosmic being বলা হয়ে থাকে। cosmic being হওয়ায় এদেরও God level শক্তি আছে, এমনকি তাদের কাছেও god character দের মতো সব পাওয়ার & এ্যাভিলিটি বিদ্যমান। যাই হোক
celestials রা deviants & eternals বানিয়ে দিয়ে চলে গেলেও এদের গুনে গুনে কম সংখ্যকই বানিয়েছিলো, মানে ১০০ deviants আর ১০০ eternals। বাকি যে apes ছিলো সেসবের উপর কোন এক্সপেরিমেন্ট করা হয় নাই আর যে কারনে সেই apes গুলা হাজার হাজার বছর পরে human এ পরিনত হয়। আর যখন human এ পরিনত হয় তখন আবার celestials রা এসে তাদের উপর এক্সপেরিমেন্ট করে যায় আর এভাবেই mutants প্রজাতিকে বানিয়ে দিয়ে চলে যায় তারা। যাই হোক Eternals রা চাইতো তাদের প্রজাতি আরো বৃদ্ধি করতে, যেহেতু তারা human দের মতই দেখতে ছিলো তাই তারা human দের সাথে থেকে human দের সাথে বিবাহবন্ধনে লিপ্ত হয়ে সন্তানের জন্ম দিতে থাকে যেন তাদের সন্তান ও একটি eternal হয়, কিন্তু তাদের এই চেষ্টা সফল হয় না তাদের যত সন্তান হয় সবগুলাই সাধারন human হিসেবেই জন্মলাভ করে। Human দের সাথে থাকতে থাকতে human দের ভালোবাসতে শুরু করে দেয় eternals রা। এই কারনেই Deviants রা অনেক পাওয়ারফুল হওয়াতে তারা চাইতো earth এর উপর রাজত্ব করতে আর এই কারনেই তারা বার বার human দের উপর আক্রমণ করতে থাকে কিন্তু Eternals রা প্রতিবারই Deviants দের বাধা দিতে থাকে এবং তাদের পরাজিত করে দেয়। তবে এই eternals এর ব্যাপারে যেনো human রা জানতে না পারে তাই তারা প্রতিবারি লড়াই শেষে একটি shock wave এর মাধ্যমে সব human দের ম্যামোরি থেকে eternals প্রজাতির ব্যপারটি মুছে দিতো।
এরপর অনেক বছর পর Eternals দের মধ্যেই একটি war শুরু হয়ে যায়। এরমধ্যে একদল চাচ্ছিলো human দের সকল বিপদ থেকে রক্ষা করতে, তারা মনে করে তাদের বিশেষ করে বানানোই হয়েছে human দের রক্ষা করতে। আর এই দলকে লিড করতো kronos আর অন্যদিকে আরেকটি দল মনে করতো তাদের বিশেষ পাওয়ার এই জন্যই দেওয়া হয়েছে যেনো তারা human দের উপর রাজত্ব করতে পারে। আর এই দলকে লিড করতো kronos এর warlike brother uranos। আর এই লড়াইতে kronos জিতে যায় আর uranos earth ছেড়ে চলে যায় তার দলবল নিয়ে Uranus planet এ এবং সেখানে একটি colony বানিয়ে থাকতে শুরু করে। এর কয়েকবছর পর এই uranos colony থেকে কিছু eternal আবার earth এ রওনা দেয় আক্রমণ করার জন্য কিন্তু যাওয়ার পথে space এই তাদের উপর kree রা একটি spaceship থেকে হামলা করে দেয় যা তাদের বাধ্য করায় Saturn Planet এর moon titan এ land করতে। এরপর সেখানেও তারা আরেকটি colony বানিয়ে নেয় পরে কিন্তু মনে করতে পারছিলো না এখানে তারা কিভাবে আসলো। আসলে এই colony বানিয়েছিলো সেই kree রা যারা তাদের উপর উপর আক্রমণ করেছিলো। এই kree রা তাদের উপর এক্সপেরিমেন্ট করেছিলো, এই kree রা চেয়েছিলো earth এ তাদের প্রজাতি বানানোর জন্য আর তাই তারা eternals এর শরীরে তাদের dna implant করে দেয়। কিন্তু এসব কিছুই Eternals রা মনে করতে পারছিলো না, এরপর তারা earth এ চলে যায় এবং human দের সাথে মিশে গিয়ে লুকিয়ে লুকিয়ে human দের উপর এক্সপেরিমেন্ট করতে থাকে যেনো তারা তাদের সংখ্যা বাড়াতে পারে, কিন্তু তাদের এই experiment এ কেউ eternals এ পরিনত না হয়ে inhumans এ পরিনত হয়ে যায়। আর এভাবেই প্রথম inhumans এর আবির্ভাব হয়। Black Bolt, Gorgon, Medusa, Crystal & Triton এর মতো inhumans এই eternal experiments এর জন্যই পেয়েছিলাম।
এরপর একটা সময় পর Celestials রা আবার earth এ আসে human race কে দেখার জন্য, কিন্তু Deviants রা celestials এর উপর হামলা করে দেয়, এতে celestials রাও তাদের উপর হামলা করে। আর এই লড়াইয়ে সাধারণ human কে মারা যেতে দেখে Eternals আর নিজেদের আটকে রাখতে পারে নি তাই তারাও এই লড়াইয়ে লিপ্ত হয় এবং deviants দের হারিয়ে দেয়। এতে celestials রা eternals এর উপর খুশি হয় এবং earth ছেড়ে চলে যাওয়ার আগে eternals দের বলে যায় যে এত বছর ধরে যে তারা humans দের বাচিয়ে আসছে deviants দের কাছ থেকে তা আর humans দের থেকে না লুকানোর জন্য কারন eternals রা মনে করতো humans রা যতি eternals এর কথা জানতে পারে তাহলে তাদের কে earth থেকে বেরিয়ে যেতে বলবে। কিন্তু তারপরও Eternals রা আবারো এই লড়াইয়ের কথা humans দের ভুলিয়ে দেয়। এভাবে যুগের পর যুগ deviants দের হাত থেকে eternals রা humans দের বাচাতে থাকে আর humans রা জানতেই পারে না eternals নামের কিছু সুপারহিরো তাদের প্রত্যেক বার বাচিয়ে দিয়ে যায়।
এরপর Apocalypse এর সাথে যখন X-Men আর কিছু avengers superhero টিমের সাথে লড়াই হচ্ছিলো তখন Eternals এসে সুপারহিরো দের সাহায্য করেছিলো এই apocalypse কে হারাতে, কিন্তু এতে eternals superhero দের ম্যামোরি থেকে eternals এর থাকার অস্তিত্ব আর মুছে না দিয়েই সেখান থেকে চলে যায়। human রা এরপর থেকেই বুঝতে পারে যে এতোদিন ধরে তাদের কে eternals রাই বাচিয়ে আসছে আর তাই তারা eternals দের real superhero বলে respect জানাতে থাকে।
এর ১০০০ বছর পর celestials রা আবার earth এ আসে। কিন্তু এবার তাদের উদ্দেশ্য খারাপ ছিলো, তারা চেয়েছিলো human race কে half করে দেওয়ার জন্য যা তারা প্রতি নিয়তিই করে থাকে। এরপর Avengers এর সুপারহিরো গুলো Eternals দের সদস্য দের খুজতে শুরু করে যেনো তারা celestial কে হারাতে পারে কারন celestial কে হারাতে পারে এই eternals ই। এভাবে তারা eternals দের একযোট করতে সক্ষম হয় এবং eternals আর avengers মিলে celestials দের এক এক করে মারতে থাকে, কিন্তু সবশেষ celestial কে মারতে eternals এর মেইন ক্যারেক্টর ikaris নিজের জীবনকে sacrifice করে দেয় এটা বলে যে " সে যতদিন earth এ থাকবে ততদিন celestial রা earth এ ফিরে ফিরে আসবে "। ikaris এর এই sacrifice এর পর থেকে আর কখনোই celestials রা earth এ ফিরে আসে নি।
এটাই ছিলো eternals এর অরিজিন।
চলুন এবার জানি Eternal movie তে আমরা কোন কোন Eternals কে দেখতে পাবো 👇🏻
Eternals মুভিতে আমরা যে eternals কে দেখতে চলেছি তারা হলো
IKARIS, AJAK, MAKKARI, PHASTOS, GILGAMESH, KINGO, THENA, SPRITE & SERSI ।
ফ্যাক্টঃ- Eternals রা তাদের সন্তানদের eternal করাতে ব্যর্থ হলেও THENA একমাত্র eternal ছিলো যে সফল হয়েছিলো। THENA এর ছেলে JOEY ATHENA ও একজন eternal হয়ে জন্মেছিলো।
Happy New Year guys 🤟🏻