💥 CELESTIALS 💥
এই গ্রুপে এটাই আমার প্রথম সুপারহিরো রিলেটেড বিস্তারিত আলোচনা। যদিও অন্যান্য গ্রুপে আমি সবার কাছে পরিচিত মুখ, এই গ্রুপের কথা জানতাম না, কিন্তু কিছু ভাই আমাকে এই গ্রুপেও পোস্ট করতে বললেন, আর যেহেতু এটা Marvel Fan দের আলাদা একটি গ্রুপ তাই এটাতেও আজ থেকে রেগুলার পোস্ট পাবেন।
any way আজ আমি Celestial নিয়ে আলোচনা করবো কারন আমাদের মধ্যে প্রায় অনেকেই Eternals Movie এখনো দেখি নাই including me। আমি HD দেখার জন্য অপেক্ষা করছি, আর আগামী ১২ জানুয়ারীতে Disney+ এ পেয়ে যাবো এই Eternal। আর এই celestials কে আপনারা Eternals movie তে দেখতে পাবেন। Any way চলুন জানি কারা এই celestials?
Origin of CELESTIALS 👇🏻
Celestials এর প্রথম এ্যাপেয়ারেন্স হয়েছিলো ১৯৭৬ সালে আসা The Eternals কমিকের ইস্যু নাম্বার ২ এ।
Celestials এর অস্তিত্ব ছিলো ইউনিভার্স এর শুরুর আগে থেকে। তখন কোন কিছুই ছিলো না, না ছিলো কোন গ্যালাক্সি, না ছিলো ইউনিভার্স, না ছিলো কোন প্লানেট আর না ছিলো কোনো জীবনের অস্তিত্ব। কিন্তু তখন শুধু একটি মাত্র object বা universe বা অন্য কিছু যা ক্লিয়ারলি বলা হয় নাই কমিকে তার অস্তিত্ব ছিলো। আর তাকে বলা হতো First Firmament। এটি বছরের পর বছর একাই ঘুরপাক খাচ্ছিলো, এক সময় একাকিত্ব কাটানোর জন্য সে সিদ্ধান্ত নেয় নে যে, সে গ্যালাক্সির সৃষ্টি করবে আর সেখানে জীবনের শুরু করবে যেন তার একাকিত্ব কেটে যায়। আর এটা বাস্তবায়ন করার জন্য সে কিছু servents কে বানিয়ে নেয়। সে ২ রকমের Servents বানায়। একটি হচ্ছে Black Humanoid Servents যা পরে Aspirants নামকরণ করে আর আরেকটি হচ্ছে Multicoloured Humanoid Servents যা পরে Celestials নামে পরিচিত হয়। এই Servents দের বানানো হয় pure cosmic power এর মাধ্যমে আর তাই এরা pure cosmic being ছিলো, এদের পাওয়ার ছিলো এরা জীবনের শুরু এবং ধ্বংস দুটাই করতে পারতো। First Firmament এদের আদেশ করে গ্যালাক্সি বানানোর জন্য আর সেখানে জীবনের শুরু করার জন্য। Aspirants রা ছিলো একদম obedient, তারা তাদের creator এর আদেশ সঠিক ভাবেই পালন করে যাচ্ছিলো, তারা যাই করতো সবকিছুর জন্য First Firmament এর অনুমতি নিতো অন্যদিকে Celestials মানে Multicoloured Servents রা ছিলো একদম তার বিপরীত, তারা চাইতো তাদের নিজের ইচ্ছা মতো জীবনের শুরু করবে এবং তাদের উপর রাজত্ব করবে আর তারা যা কিছু করতো মনের খুশি মতো করতো আর এটার জন্য তাদের creator কে জিজ্ঞাসা অব্দি করতো না।
First Firmament এর এদের এই কাজ একদমই পছন্দ হয় না আর তাই সে Aspirants দের বলে Celestials দের শেষ করে দিতে। এরপর Aspirants এই celestials দের শেষ করতে Godkiller নামের একটি Armor বানিয়ে নেয়। এই Armor ব্যবহার করে তারা অনেক celestials দের খতম ও করে দেয় কিন্তু অবশেষে Aspirants দের Celestials রা হারিয়ে দেয় এবং তাদের অস্তিত্ব সহ মিটিয়ে দেয়। আর এই লড়াইয়ের নাম দেওয়া হয়েছিলো Celestials War। Aspirants দের শেষ করে দেওয়ার পর Celestials রা First Firmament এর উপরও হামলা করে দেয় আর এতে First Firmament হাজার হাজার টুকরাতে পরিনত হয়ে যায় আর এই টুকরা থেকেই Multiverse এর সৃষ্টি হয়েছিলো।
এরপর Celestials রা অনেক বছর সাধারণ ভাবেই জীবনের সৃষ্টি করতে থাকে। অনেক বছর পর তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের সৃষ্টি করা জীবনের উপর এক্সপেরিমেন্ট করবে এবং তাদের শক্তি প্রদান করবে। এরপর তারা বেরিয়ে পরে বিভিন্ন গ্যালাক্সিতে। আর এভাবেই তারা একটি Apes এর প্লানেট দেখতে পায়, এই প্লানেটে Apes এর নতুন নতুন জীবনের শুরু হচ্ছিলো। Celestials এই প্লানেটে নামে এবং তারা Apes দের উপর experiment করা শুরু করে এবং তারা এই Apes কে দুটি অংশে বিভক্ত করে দেয়। একটি হচ্ছে Eternals আর আরেকটি হচ্ছে Deviants। এখানে বলে রাখা ভালো celestials রা এই apes এর সাথে তাদের dna implant করেই experiment করেছিলো। যাই হোক Eternals প্রজাতি যেটা তারা বানিয়েছিলো তাদের দেখতে পুরোপুরি মানুষের মতো মনে হলেও তাদের শক্তি ছিলো অপরিসীম আর এদের আয়ুষ্কাল ও অনেক বেশি হয়। অন্যদিকে Deviants প্রজাতি যেটা হয় সেগুলা দেখতে একদম জানোয়ারের মতো হয় আর এদের পাওয়ার লেভেল beyond লেভেলের হয়, এই প্রজাতির পাওয়ার এতো বেশি হওয়ার কারন হচ্ছে এরা Cosmic energy absorp করতে পারতো। আর আমাদের সবার পরিচিত Thanos ও এই Deviants প্রজাতির আর এই কারনেই Thanos এতো পাওয়ারফুল। আর এই কারনেই Thanos Heart of the universe এর পাওয়ার সহ্য করতে পেরেছিলো এবং সেটিকে absorp করে ব্যবহার করতে পেরেছিলো। আমরা যে thanos কে দেখেছিলাম এটা ছিলো তার base version তাই বিনা Infinity Stones এ তাকে সহজেই মেরে ফেলতে পেরেছিলো Thor। কিন্তু Heart of the universe version টার পাওয়ার আপনি কল্পনাও করতে পারবেন না।
যাই হোক Celestials দের এই প্লানেটের উপর experiment করার পর তারা আবার বেরিয়ে যায় অন্য প্লানেটের খোজে, এরপর তারা Skrullos নামের একটি প্লানেটের খোজ পায়, আর এটা হচ্ছে সেই প্লানেট যেটাকে Skrull রা থাকতো। এটাতেও Skrull রা নতুন নতুন সৃষ্টি হচ্ছিলো। তারপর Celestials রা এই Skrull এর উপরও এক্সপেরিমেন্ট করে আর Skrull কে তিনটি প্রজাতি তে ভাগ করে দেয়। একটি হচ্ছে Prime Skrulls যারা বিজ্ঞানে খুব দ্রুত উন্নতি করতে পেরেছিলো অতিরিক্ত বুদ্ধিমক্তার জন্য। আরেকটি হলো Eternal Skrulls যারা অনেক পাওয়ারফুল হয় আর এদের আয়ুষ্কাল অনেক বেশি হয়ে থাকে। আর সবশেষ হচ্ছে Deviant Skrulls যারা অনেক পাওয়ারফুল হওয়ার সাথে সাথে SHAPESHIFTING ability ও আছে যা তাদের অন্যান্য skrulls থেকেও বিশেষ বানায়। আর আমরা যে Skrulls দের দেখেছিলাম The Marvel movie তে এরাই হচ্ছে Deviants Skrulls।
এর অনেক সময় পর Celestials রা earth এ আসে আর এখানে এসেও তারা এখানের মানুষের উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। এখানেও তারা মানুষ কে ২টা প্রজাতিতে ভাগ করে দেয়। একটা হচ্ছে Human যাদের কাছে কোনো সুপার পাওয়ার থাকে না কিন্তু বুদ্ধিমক্তা অনেক বেশি হয় আর আরেকটি প্রজাতি হচ্ছে Mutants যাদের কাছে সুপারপাওয়ার থাকে। আর এই কারনেই Mutants দের celestials এর অংশও বলা হয়ে থাকে। এরোকম অনেক বছর ধরে এক্সপেরিমেন্ট করার পর celestials দের মনে হয় তাদের সৃষ্টির পরিমান মাত্রাতিরিক্ত হয়ে গেছে আর তাই তারা কিছু সৃষ্টি ধ্বংস করার জন্য তাদের মতো দেখতে কিন্তু হাইট তাদের চেয়েও দিগুন নতুন কিছু celestials বানিয়ে নেয় যাদের বলা হয়ে থাকে dark monster Celestials। কিন্তু একটা কথা আছে না "যেমন কর্ম তেমন ফল" বা "karma is real"। celestials রা এই dark monster celestial বানিয়েছিলো বেরে যাওয়া সৃষ্টি করার জন্য কিন্তু এই monster celestials রা সেটি না করে উলটা তাদের creator Celestials দের উপর হামলা করে দেয় ঠিক যেমন celestials রা তাদের creator first firmament সাথে করেছিলো। monster celestials রা celestials দের খুব সহজেই মেরে ফেলছিলো, অনেক celestials মারা যাওয়ার পর তারা বুঝতে পারে শক্তি দিয়ে monster celestials দের মারা যাবে না, আর তাই তারা বুদ্ধিমক্তার ব্যবহার করে চালাকি করে সব dark monster celestial দের একটি multiverse এ আটকে দিয়ে সেটিকে সময়ের চক্রে সিল করে দেয়।
এরপর Celestials রা আবার চিন্তা করতে থাকে কিভাবে তারা অতিরিক্ত সৃষ্টিকে ধ্বংস করবে। এরপর তাদের মাথায় Infinity stones বানানোর বুদ্ধি আসে। এরপর তারা universe এ বিদ্যমান six singularities এর মধ্যে তাদের cosmic Energy implant করে Crystal এর রুপ প্রদান করে। এই six singularities হচ্ছে Soul, mind, time, Space, power & reality। আর এভাবেই তৈরি হয় আমাদের Six Infinity Stones। এরপর এই ৬ টি stones আলাদা আলাদা celestials ব্যবহার করে এবং এই Stone কে সাথে নিয়ে তারা বিভিন্ন প্লানেটে যায় এবং দেখে সেই প্লানেটের জীবনের কোন ভবিষ্যত আছে কিনা আর এটার উপর ভিত্তি করেই তারা অনেক প্লানেট ধ্বংস করে দেয়।
এরপর যখন আস্তে আস্তে সকল celestials মারা যেতে থাকে একটা সময় আসে যখন এই infinty stones ব্যবহার করার মতো আর কোনো celestials বিদ্যমান ছিলো না আর তাই এই stones গুলা universe এর যেখানে সেখানে ঘুড়তে থাকে। একদিকে সকল celestials যখন জীবন শুরু আর ধ্বংস নিয়ে পরেছিলো তখন এমন একজন celestials ছিলো যেটি শুধু নিজের দিকেই নজর দিয়েছিলো আর তাই সব celestials মারা গেলেও সে বেচে গিয়েছিলো। আর সেটি হচ্ছে Ego, যে কিনা বছবের পর বছর বেচে থাকার জন্য একটি planet বানিয়ে নেয় যেটিতে আর সেটিতেই থাকতেই শুরু করে। আর এই প্লানেটের নাম হচ্ছে planet ego। এই প্লানেটে থাকার কারনে ego এর বয়স বাড়েনি আর এই কারনেই সে সবশেষ celestials ছিলো যে বেচেছিলো, বাকি স্টোরি আপনারা GOTG vol 2 film এ দেখেছেন।
ফ্যাক্টঃ- Peter Quill aka Star Lord নিজেও একজন half celestials। আমরা সবাই জানি এই ক্যারেক্টরটা পুরোপুরি কমেডি, mcu মুভিতে এভাবেই তাকে দেখিয়েছে। কিন্তু আপনি যানলে অবাক হবেন যে Star lord একটা Celestials হওয়াতে এতোটা পাওয়ার সে নিজের মধ্যে ধারন করে যে সে যদি তার celestials form এ একবার আসে তখন সে চাইলে নিমিষেই একটি planet কে ধ্বংস করে দিতে পারে। কিন্তু Star Lord নিজেই কখনো celestial form এ আসতে চায়না সে celestials দের ঘৃনা করে তাই সে কখনই এই ফর্মে আসবে না।
ফ্যাক্ট ২ঃ- Aspirants এর বানানো Godkiller Armor টি পরে আমাদের Iron Man ও ব্যবহার করেছিলো।
এটাই ছিলো Celestials এর অরিজিন। যানি একটু লম্বা হয়ে গেছে লিখা, কিন্তু ভাই কি করবো ছোট করতে হলে অনেক কিছু বাদ দিতে হতো তাহলে আপনারাই গুলিয়ে ফেলতেন। এই জন্য যদি celestials সম্পর্কে ডিটেইলসে জানতে চান তাহলে পড়তে পারেন আর না হলে skip করতে পারেন। তবে Eternal Movie দেখবেন যখন celestials দের জানা দরকার আছে। যাই হোক পরের পোস্টে Eternals Origin নিয়ে আলোচনা করবো।