ভালোবাসার জন্য কি করতে পারবেন? জীবন দিতে পারবেন? সত্যিই ক'জনে দিতে পারে?ভালোবাসা না পেয়ে অনেকে জীবন দিয়ে দেয়। কিন্তু ভালোবাসার মানুষকে নিজের দ্বারা হওয়া বিপদ থেকে বাঁচানোর জন্য ক'জন জীবন দেয়?
কোনো এক বিজ্ঞানী বায়ো-ওয়েপন তৈরি করে। এর ভেতর ন্যানোবোট থাকে, যা কি-না আলাদা আলাদা ব্যক্তির ডিএনএ'র সাথে কোডেড। এর সাহায্যে ওই নির্দিষ্ট ব্যক্তিই মারা যাবে, তার আশেপাশের কারো কোনো ক্ষতি হবেনা। সেই বিজ্ঞানীকে কিডন্যাপ করা হয় এই বায়ো-ওয়েপন দিয়ে খারাপ উদ্দেশ্য হাসিল করার জন্য। আর তাকে উদ্ধার করার মিশন নিয়েই মুভি।
এক সময় ভিলেন জেমস বন্ডকে ন্যানোবট দ্বারা ইনফেক্টেড করে দেয়, যা তার প্রাক্তন প্রেমিকা এবং তার থেকে জন্ম নেওয়া বন্ডের মেয়ের মৃত্যুর ঝুঁকি হয়ে দাঁড়ায়। প্রাক্তন হলেও বন্ড তাকে এখনো ভালোবাসে। সদ্য পরিচয় হওয়া নিজের সন্তান, যার অস্তিত্ব এই পৃথিবীতে আছে সে জানতোই না, সেই সন্তানের জীবন তার জন্য বিপন্ন হবে, সন্তান আর তার মা'কে আবার সে ছুঁয়ে দেখতে পারবে না, এই কষ্ট আর ঝুঁকির চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়াটাই তার কাছে সহজ মনে হয়।একশন মুভি হলেও শেষ দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।
Director: Cary Joji Fukunaga
Box office: $670 million
Box office: $670 million
File Size: 1.3GB
Download