What a comeback from SURYA আমার মাথায় আসলো না এইরকম একটা মুভি হলে না ছেড়ে ওটিটিতে ছাড়লো কিভাবে? আমরা ডাবল মাস্টারপিস পেলাম Soorarai Potru এর পর Jai Bhim। ছবিটির ডিরেক্টর ছিলেন Tj Gnanavel
আসলে আমি ওনাকে চিনিনা। কিন্তু ছবিটা তাকে চিনাতে বাধ্য করালো আমাকে।
একটি ছবিতে না আছে কোন থ্রিল না আছে আহামরি কোন কাহিনি। আদিবাসী জাতিদের ওপর নিপীড়ন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের মধ্যদিয়ে শেষ হয়ে যায় ছবিটি। ট্রেইলার দেখে যে কেউ মুভির কাহিনি আন্দাজ করে নিতে পারবে।
সুরিয়ার কথা কি বলবো!!! ওনার অভিনয় দক্ষতা মাপার মতো যোগ্যতা আমার হয় নি। একটা মানুষ শুধু চোখ দিয়ে অভিনয় করেই একটা মুভি করে ফেলতে পারে ওনাকে না দেখলে বুঝা যেত না।ইভেন প্রটিটা চরিত্রের প্রশংসা করতেই হবে। প্রতিটা চরিত্র আমার কাছে শুধু মনে হয়েছে আমি সামনা সামনি দেখছি। আদিবাসীদের ওপর নিপীড়ন আর বুক ফাটা কান্না আপনার কলিজায় আঘাত করবে।
আমার কাছে ২.৩১ঘন্টার মদ্ধে ছবির কোন জায়গায় মনে হয় নি আমি একটি ছবি দেখতেছি মনে হচ্ছিল যা হওয়ার আমার সামনে হচ্ছে। যতই দিন যাচ্ছে সাউথ ইন্ডিয়ান সিনেমা ততই উপরে উঠছে। দিনের সাথে সাথে ক্রিয়েটিভিটি শুধু বাড়ছে আর বাড়ছে।
যদি কেউ না দেখেন তাহলে আপনি কি মিস করবেন তা বুঝতে পারবেন না। কারণ যারা দেখেছে একমাত্র তারাই বুঝতে পারবে এইটা কি ছিলো।
Just must watch Hope it will be approved