-: Release Info :-
Title: Love Story (2021)
Year: 2021
File Size: 1.4 GB
Language: English
Quality: 720p WEB HD
নাগা চৈতন্য এর অন্যতম সেরা মুভি "লাভ স্টোরি"। মুভির স্টোরিটা সিম্পল এরমধ্যে গর্জিয়াস।নাগা আর সাই এর অভিনয় দারুন ছিল। দিন আর দিন সাঁই পল্লবীর কিউটনেস যেন বেড়েই চলেছে। মুভিতে সাঁই পল্লবী কে দেখে পুরাই ফিদা। তবে মুভির ক্লাইম্যাক্সটা একেবারে খাপছাড়া,বেমানান লেগেছে। একজনের কথার উপর সম্পূর্ণ বিশ্বাস করেই এমন একটা সিদ্ধান্ত নেয়া এবং আদালত সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা বেমানান মনে হয়েছে।জিনিসটার পারফেক্ট একটা প্রমাণ থাকা উচিত ছিল। ওভারঅল অনায়াসেই একবার দেখে নিতে পারবেন নিশ্চিন্তে। প্লট: রেভান্ত শহরে একটা জুম্বা সেন্টার চালায়,সেখানে সাংস্কৃতিক এর মাধ্যমে শরীরের ফিটনেস রক্ষা করতে শেখানো হয়। হঠাৎ একদিন মৌনিকা চাকরির খোঁজে শহরে আসে। কোনো চাকরি খুঁজে না পেয়ে রেভান্থ এর জুম্বা সেন্টারে পার্টনার হিসেবে কাজ শুরু করে। আর সেখান থেকেই তাদের লাভ স্টোরি শুরু। তবে অন্য সব মুভির চেয়ে এই মুভির লাভ স্টোরি টা একটু ভিন্ন রকম। মুভির গানগুলো অসাধারণ। সাথে সাই পল্লবী এর ডান্স স্টেপ গুলো জাস্ট অসাম। মুভিতে দরুন একটা ম্যাসেজ ও রয়েছে।